ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকায় এবং পদুয়ার বাজার বিশ্বরোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশের এ দুটি এলাকায় যানজটের কারনে থেমে থেমে চলছে যানবাহন।

বৃহস্পতিবার সকাল থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার এবং দুপুরে থেকে পদুয়ার বাজার বিশ্বরোডে ২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী যানবাহনের চাপ বেড়ে যাওয়া যানজটের প্রধান কারণ। এ ছাড়া চার লেন থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ওঠার সময় দুটি ওয়েট স্কেল মেশিনের জায়গায় ছয়টি স্কেল মেশিন বসানোতে ভারী যানবাহনের ওজন নিতে দেরি হওয়ার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। এবং পদুয়ার বাজার বিশ্বরোডে নির্মাণাধীন রেলওয়ে ওভার পাসের কারনেও যানজট সৃষ্টি হচ্ছে।

যানজটে আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যানবাহনের হাজারো যাত্রীকে।

The post ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2sTvApc

June 22, 2017 at 03:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top