সরকার ভীত খালেদা জিয়ার ভিশন ২০৩০ দেখে

সুরমা টাইমস ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ঘোষণার পর সরকার দলের আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে। রুপরেখা ঘোষণার পর আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কথা বলছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের কাছে ক্লিয়ার ম্যাসেজ হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া।সেই হিসেবে ভিশন নেওয়া হচ্ছে।এই জুলুমবাজ সরকার নির্বাচন বানচাল করার পায়তারা করছে। নেতাকর্মীদের একত্রিত হয়ে আন্দোলনে সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।
বৃহস্পতিবার সিলেট নগরীর কুমাড়পাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির ১৬,১৭,১৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্টানে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরিফীন জিল্লুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক,আলী আহমদ।
বক্তারা বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিবের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা বরদাস্ত করার মতো না। রমজান মাসে মুসলমানরা যুদ্ধ পর্যন্ত স্থগিত করেন । এই মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা কিসের পরিচয় দেয় সেটি জনগণ বুঝতে পারবে। বক্তারা আরও বলেন, পবিত্র এ লাইলাতুল কদরের রাতে সকল স্তুরের নেতকর্মীদের গণতন্ত্র রক্ষা ও মুক্তির দাবীতে দোয়া কামনা করারও আহবান জানান। ইফতার মাহফিলে সিলেটের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষসহ বিএনপি,যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rJPpfd

June 23, 2017 at 06:43PM
23 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top