লন্ডন, ০৪ জুন- চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনা এনে দিয়েছেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দুজনেই দেখা পেয়েছেন অর্ধশতকের। আর তাদের জোড়া শতকের ওপর ভর করে দুর্দান্ত গতিতে এগুচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে ভারত। শিখর ধাওয়ান ৬১ ও রোহিত শর্মা ৫৯ রানে অপরাজিত আছেন। এর ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি বৃষ্টির বাগড়ায় দশম ওভারে সাময়িক বন্ধ হলেও ফের বল গড়ায় মাঠে। বৃষ্টি থামার ১০ মিনিটের মধ্যেই খেলা শুরু হয়। দিনের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থবারের মতো মুখোমুখি হয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। লন্ডনে সন্ত্রাসী হামলার পর বার্মিংহামে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ১২৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এখানে জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। ৭২ ম্যাচে জয় পেয়েছে তারা। অন্যদিকে ৫১ ম্যাচে জিতেছে ভারত। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সূত্র: ক্রিকইনফো আর/১৭:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ryxpoL
June 05, 2017 at 12:03AM
04 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top