গোর্খাল্যান্ডের জন্য গান গাইবেন প্রশান্ত

দার্জিলিং, ২২ জুনঃ তাঁকে ঘিরেই দার্জিলিং পাহাড়ে রাজনৈতিক এক নতুন অধ্যায়ের সূচনা। তাঁকে সামনে রেখেই সুবাস ঘিসিংকে পাহাড়াছাড়া করে পাহাড়ের সর্বময় কর্তা হয়ে উঠেছেন বিমল গুরুংরা। তবে তিনি নিজে কোনোদিনই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েননি। তিনি প্রশান্ত তামাং—যাঁর ফ্যান ক্লাব গড়েই বিমল গুরুংয়ের সংগঠন তৈরির হাতেখড়ি। পরবর্তীতে তাকে ভিত করেই বিমলরা জন্ম দেন গোর্খা জনমুক্তি মোর্চার। এ ক-বছরে অবশ্য প্রশান্তের কথা মনে পড়েনি গুরুংদের। ২০১৩ সালে তাঁরা যখন পাহাড়ে আগুন জ্বালাচ্ছিলেন তখন প্রশান্ত অনেকটাই আড়ালে ছিলেন। রাজ্য পুলিশের চাকরিজীবী হিসাবে তিনি মোর্চার সঙ্গে সংঘাতে জড়াননি। মোর্চাও তাঁকে নিয়ে আর মাতামাতি করেনি।

এবার প্রশান্ত অবশ্য গান গাইবেন বলে ঠিক করেছেন। দার্জিলিংয়ে কেন্দ্রীয় বাহিনী নামানোয় তিনি বিচলিত। তাই গোর্খাল্যান্ডের দাবিতে তিনি গান লিখবেন, সুর দেবেন, গান গাইবেন।

এই ক-বছরে দেশবিদেশ ঘুরেছেন প্রশান্ত। ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন প্লে-ব্যাক করেছেন গোটা ছয়েক নেপালি ছবিতে। দুটো অ্যালবামও করেছেন। কিন্তু বলিউড তাঁকে সেভাবে গ্রহণ করেনি। এবার তিনি আবার প্রচারের আলোয় ফিরতে পারেন বিমল গুরুংদের হাত ধরে। বিমলরা তাঁকে সেই সুযোগ কতটা দেবেন-সেটাই এখন দেখার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ssP3fQ

June 22, 2017 at 09:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top