মান্দাসৌর, ৮ জুনঃ পুলিশের গুলিতে ৫ কৃষকের মৃত্যুর ঘটনায় এখনও থমথমে মধ্যপ্রদেশের মান্দসৌর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার ছয় কোম্পানি র্যাপিড অ্যাকশন ফোর্স জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। রতলম রেঞ্জের ডিআইজি অবিনাশ শর্মা মান্দাসৌরের পিপলিয়ামান্ডিতে ক্যাম্প করে আছেন। কৃষক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বদলি করা হয়েছে মান্দসৌরের জেলাশাসক ও পুলিস সুপারকে। অন্যদিকে, এদিনই মান্দসৌরে যাওয়ার জন্য দিল্লি থেকে রওনা দিয়েছেন কংদ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। যদিও মান্দসৌরের জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই রাহুল গান্ধিকে কোনোভাবেই জেলায় ঢুকতে দেওয়া হবে না। রাহুল জোর করলে তাকে গ্রেফতারও করা হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sFQdCV
June 08, 2017 at 12:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন