মুম্বাই, ০৯ জুন- বাহুবলি সিনেমায় রাজমাতা শিবগামী চরিত্রে অভিনয় করেন রাম্যা কৃষ্ণন। বাহুবলির বদৌলতে রাম্যা গড়েছেন ইতিহাস। তবে পরিচালক রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। কিন্তু ছবিটিতে কাজ করেননি তিনি। কেন কাজ করেননি শ্রীদেবী, বাহুবলি ২ মুক্তির পর এই প্রশ্নটি উঠেছিল। এই প্রসঙ্গে মুখ খুললেন শ্রীদেবী। অনেকে বলেছিলেন শিবগামীর চরিত্রে রাজামৌলির সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েছিল শ্রীদেবীর। কিন্তু বেশি পারিশ্রমিক চেয়েছিলেন তিনি। সত্যিই কি তাই? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীদেবী বলেন, প্রথমে বাহুবলি দ্য বিগিনিং ও পরে বাহুবলি ২ মুক্তি পেয়েছে। দুটি ছবি সাফল্যের মুখ দেখেছে। রমরমিয়ে এখনও চলছে বাহুবলি ২। তাহলে এসব নিয়ে কথা বলার আর কি দরকার আছে! সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীদেবী ৬ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। শ্রীদেবী রাজি না হওয়ায় রাজামৌলি রাম্যাকে নেন। তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছবিটি মুক্তির পরে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয় শিল্পীরা এখন অন্য ছবিতে কাজ করতে শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের আর কোনও গুরুত্ব নেই। এদিকে আগামী মাসের ৭ তারিখ মুক্তি পাবে শ্রীদেবী অভিনীত মম। শ্রীদেবীর সঙ্গে ছবিতে দেখা যাবে আদনান সিদ্দিকি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্নার মতো তারকাকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১০:১৪/০৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sLc2ki
June 10, 2017 at 04:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন