উপকূলে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ভারী বৃষ্টিপাত

উপকূলে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ভারী বৃষ্টিপাত

সুরমা টাইমস ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর উপকূলে মৌসুমি বায়ু অবস্থান করছে। এর ফলে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর অতিক্রম করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rCLvHZ

June 03, 2017 at 07:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top