মাদ্রিদ, ৩০ জুন- জিনেদিন জিদানের চার সন্তানের মধ্যে তিন পুত্রই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিভিন্ন পর্যায়ে খেলেন। ফরাসি এ কিংবদন্তির বড় পুত্র এনজো জিদান। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠেছেন। সিনিয়র দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে কোপা দেল রের একটি ম্যাচে রিয়ালের সিনিয়র দলের হয়ে মাঠে নামেন ২২ বছর বয়সী এনজো। ৬-১ গোলে জেতা ওই ম্যাচে চতুর্থ গোলটি করেন এনজো। এরপর আর সিনিয়র দলের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে বি দলের হয়ে তিনি ৭২ ম্যাচে করেছেন ৭ গোল। তার বাবা জিদানের কোচিংয়ে একের পর এক শিরোপা জিতে চলেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার তাকে বিক্রি করে দিলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেজে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। মিডফিল্ডার এনজোকে দলে ভেড়ানোর পর আলাভেজ নিজেদের ওয়েবসাইটে লেখে, এনজো জিদানকে দেপোর্তিভো আলাভেজ অভিনন্দন জানাচ্ছে। নতুন মৌসুমে তার প্রতি শুভকামনা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tttgFC
July 01, 2017 at 01:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন