কোচি, ১৭ জুনঃ পালারিভাত্তাম স্টেশনে কেরালার প্রথম পর্যায়ের কোচি মেট্রো রেল পরিসেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন ই শ্রীধরণ, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
১৯ জুন সোমবার সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য কোচি মেট্রো খুলে দেওয়া হবে। আলুভা ও পালারিভাত্তম স্টেশন থেকে শুরু হবে মেট্রো চলাচল। রাত ১০টায় আলুভায় এসে থামবে শেষ ট্রেন।
কোচি মেট্রো দেশের প্রথম ওয়াটার মেট্রো। কোচির দশটি দ্বীপের মধ্যে সংযোগ গড়ে তুলবে এই মেট্রো। ব্যবহার হবে সৌর বিদ্যুৎ। ২২টি মেট্রো স্টেশনে থাকবে সোলার প্যানেল। চেষ্টা করা হবে মেট্রোতে প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ২৫ শতাংশ সৌর শক্তি থেকে নেওয়ার। এই রেল পরিসেবা দেশের প্রথম সরকারি সংস্থা যা তৃতীয় লিঙ্গের নাগরিকদের চাকরি দেবে। প্রথম দিন থেকেই ২৩ জনের কাজে যোগ দেওয়ার কথা। রেলের কয়েকটি পিলারের ওপর বাগান করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ব্যবহার করা হবে বর্জ্য। এরকম উদ্যোগ দেশে প্রথম।
ক্রমবর্ধমান জনসংখ্যা, কর্মসংস্থান সব মিলিয়ে এই পরিষেবায় উপকৃত হবে কেরালা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rqEqHk
June 17, 2017 at 05:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন