জলপাইগুড়ি, ১৪ জুনঃ ভুয়ো চিকিত্সক কাণ্ডে এবার জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে হানা দিল সিআইডি। গত ১০ মে জেলার নাগরাকাটা ব্লকের ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্র থেকে বানারহাট থানার পুলিশ স্নেহাশিস চক্রবর্তী নামে এক সরকারি চিকিত্সককে গ্রেফতার করে। অভিয়োগ, ওই চিকিত্সকের পেশাগত ডিগ্রিটি জাল। সেই মামলার তদন্তেই এদিন সিএমওএইচ-এর দপ্তরে হানা দেন সিআইডি-র আধিকারিকরা।
এদিন বেলা এগারোটা নাগাদ সিআইডি-র চারজন আধিকারিক জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগন্নাথ সরকারের অপিসে আসেন। স্নেহাশিস চক্রবর্তীর যে নথিপত্র সিএমওএইচ-এর দপ্তরে জমা রয়েছে, সেগুলি খুটিয়ে পরীক্ষা করেন তাঁরা। প্রসঙ্গত, রাজ্যজুড়ে ভুয়ো চিকিত্সকের খোঁজে খোঁজখবর চালাচ্ছে সিআইডি। আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেও সিআইডি কর্তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন এ বিষয়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s9EBYM
June 14, 2017 at 03:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন