লন্ডন, ০৯ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যান শেখর ধাওয়ান। সর্বোচ্চ ইকোনমি রেটে রান গড়ার রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেখর ধাওয়ানের ম্যাচ প্রতি গড় ৭৯ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ প্রতি সর্বোচ্চ গড়ে ধাওয়ানের পরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিসের সাবেক তারকা ভিভ রিচার্ড। তার গড় ৬৪.০৪। এরপর ৬৩.১৬ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের কেন উলিয়ামসন। ম্যাচ প্রতি ৫৮.২৮ গড় রানে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা হাসিম আমলা। ওভালে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের ইনিংসের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিসের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডকে সরিয়ে সেরা গড় রানের রেকর্ডের পাতায় নিজের নাম লেখান ভারতের শেখর ধাওয়ান। সেই সাথে ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয় ওপেনার। ১২৮ বলে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এদিন ১২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার এই সেঞ্চুরীর সুবাদে শ্রীলঙ্কাকে ৩২২ রানের টার্গেট দিয়েছে ভারত। আর/১২:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sYuTIe
June 09, 2017 at 06:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top