পাহাড়ে তৃণমূল কাউন্সিলারদের নিরাপত্তারক্ষী দিচ্ছে রাজ্য

 

শিলিগুড়ি, ২৬ জুনঃ পাহাড়ের পরিস্থিতির কথা মাথায় রেখে পাহাড়ে তৃণমূল কাউন্সিলারদের নিরাপত্তারক্ষী দিল রাজ্য সরকার। মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইকে দু-জন এবং মিরিক, দার্জিলিং ও কার্সিয়াং পুরসভার বাকি তৃণমূল কাউন্সিলারদের একজন করে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। পাহাড়ে রাজ্যের শাসকদলের কাউন্সিলারদের ওয়ার্ডগুলিতে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

নিরাপত্তার অভাব বোধ করে কার্সিয়াং ও কালিম্পংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার দু-জন করে কাউন্সিলার মোর্চায় যোগ দিয়েছেন। মোর্চার মিছিলেও হাঁটতেও দেখা গিয়েছে তাঁদের।  সেই পরিস্থিতি যাতে মিরিকে না হয় তার জন্যই রাজ্য সরকারের আগাম এই ব্যবস্থা। মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই বলেন, মোর্চা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। দলে যোগ দেওয়ার জন্য চাপ তো আছেই। তবে, আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে। আপাতত আর সমস্যা হবে না বলেই মনে হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sdAVUy

June 26, 2017 at 08:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top