দেশব্যাপী সোমবার বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ● বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সকল জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে কুমিল্লার আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ পার্বত্য এলাকায় দুর্গতদের সহায়তায় ও তাদের উদ্ধারে ব্যর্থতা আড়াল করতেই বিএনপি মহাসচিবের ওপর হামলা চালিয়েছে। নিশ্চয় রাঙামাটিতে ক্ষমতাসীনরা এমন কিছু ঘটিয়েছে যাতে বিরোধী নেতারা সেখানে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। এমন আশঙ্কা থেকেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও আমাদের বাধা দেয়া হচ্ছে। এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।

এসময় তিনি পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post দেশব্যাপী সোমবার বিএনপির বিক্ষোভ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tgJ2Bk

June 18, 2017 at 08:27PM
18 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top