চৌদ্দগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, ৫ হাজার পিস ইয়াবা, ১ হাজার বোতল ফেন্সিডিল ও ২শ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার এলাকার শীতলিয়া রাস্তা মাথায় অভিযান চালায়। এসময় মো. নবীর হোসেন নবীর কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে তার অপর ৪ সঙ্গীকে আটক করা হয়।

এদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা এসকল মাদকদ্রব্য গাড়িতে করে অন্যান্য জেলা পাঠানোর জন্য জড়ো করেছিল। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।

The post চৌদ্দগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৫ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2t5G3eQ

June 15, 2017 at 07:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top