পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

রায়গঞ্জ, ২৪ জুনঃ পথ র্দুঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রাজবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃতের নাম সাধন দাস (৪০) পেশায় সবজি ব্যবসায়ী। বাড়ি রায়গঞ্জ থানার টেনহরি গ্ৰামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দূর্গাপুর হাটের উদ্দেশ্যে বাইকে চেপে রওনা দিয়েছিলেন ওই ব্যক্তি। সেইসময় রাজবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তির বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তবে ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি।

রায়গঞ্জ জেলা হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল ময়নাতদন্ত করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t36HHW

June 24, 2017 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top