পাকিস্তানে অপহৃত দুই চিনা শিক্ষককে হত্যা, দায় স্বীকার আইএসের

কোয়েটা, ৯ জুনঃ পাকিস্তানের কাছে থেকে বাণিজ্যিক সুবিধা পেতে সেদেশের পরিকাঠামো নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করছে চিন। অর্থের পাশাপাশি প্রযুক্তিও। তা সত্ত্বেও পাকিস্তানে কর্মরত চিনা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নটি বড়ো করে তুলল দুই চিনা শিক্ষকের হত্যাকাণ্ড। পাকিস্তানের বালুচিস্তানে দুই চিনা শিক্ষককে (পুরুষ ও মহিলা) হত্যা করেছে ইসলামিক জঙ্গিসংগঠন আইএস (ইসলামিক স্টেট)। পাকিস্তানের যে রাজ্য থেকে তাদের অপহরণ করা হয়, সেই বালুচিস্তানের উপর দিয়েই যাচ্ছে চিনের মহাসড়ক প্রকল্প চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডর (সিপিইসি)। চিনের এক মহিলা ও পুরুষ শিক্ষককে গত মাসে অপহরণ করা হয়েছিল। অভিজ্ঞ মহল বলছে, বেজিংয়ের গতি ওটাই ছিল সতর্কবার্তা। ঘটনায় চিন উদ্‌঩বেগ প্রকাশ করলেও বন্ধু দেশ পাকিস্তানের পাশেই যে চিন রয়েছে তাও বুঝিয়েছে বেজিং।

চিনের মুখপাত্র হুয়া জানিয়েছেন, পাকিস্তানের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, এটা দুর্ভাগ্যজনক যে তারা খুন হয়ে থাকতে পারে। তথ্যের যথার্থতাও খতিয়ে দেখছে চিন। ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের বিদেশ বা অভ্যন্তরীণ মন্ত্রক।

চিনের দুই নাগরিকের পাকিস্তানে আইএস-এর হাতে খুন হয়ে যাওয়ার ঘটনা চিনের বহু কাঙ্ক্ষিত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে প্রভাব ফেলবে না। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনেও ছাপ ফেলবে না ওই ঘটনা। এমনই বার্তা শোনা গিয়েছে চিনের মুখপাত্র হুয়ার মুখ থেকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s57sje

June 09, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top