নয়াদিল্লি, ২০ জুনঃ ভারতের আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তানে সিন্ধু নদের উপর বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে চিন। তবে এই প্রকল্পে অর্থ বিনিয়োগে অসম্মতি জানায় বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এমনটাই দাবি জানিয়েছে পাকিস্তানের সরকারি রেডিও।
চিন-পাকিস্তান অর্থনৈতিক প্রবেশদ্বার (সিপিইসি)-এর অংশ হিসেবে পাক ভূখণ্ডে সিন্ধু নদের উপর বিতর্কিত ডায়ামার-ভাসা বাঁধ প্রকল্প গড়ার উদ্যোগ দিয়েছে চিন প্রশাসন। তবে পাক অধিকৃত গিলগিট-বাল্টিস্তান এলাকায় প্রস্তাবিত এই বাঁধ প্রকল্পটিতে ভারতের আপত্তি থাকায় অর্থ বিনিয়োগ করতে সম্মত নয় বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই বিতর্কিত প্রকল্পটিতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ বিনিয়োগ করতে চাইলেও নিজের অবস্থান বদলাতে নারাজ ভারত।
এদিকে, পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রকের চেয়ারম্যান মুজামিল হুসেন জানান, বর্তমানে সিপিইসি-র আওতায় কোনও বড়ো জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা নেই। সেজন্যই ডায়ামার-ভাসা বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে চিন ও পাকিস্তান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ryT0Nc
June 20, 2017 at 04:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন