লন্ডন, ১৭ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির লড়াই শেষে ওয়ানডের সর্বশেষ র্যাংকি ঘোষণা করে আইসিসি। সেখানে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। তাদের রেটিং ৯৪। তবে ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে নেমে যাবার আশঙ্কায় পড়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে র্যাকিং নিয়ে টানাটানিতে ঠিক বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি! কারণ বর্তমানে ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। আগামী ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারালে র্যাংকিং-এ সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে সপ্তম স্থানে নেমে যাবে বাংলাদেশ। আর যদি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে যায়, সেক্ষেত্রে বেশ ভালোভাবে র্যাংকিং-এর ষষ্ঠ স্থানেই থাকবে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাই অস্ট্রেলিয়াকে সরিয়ে র্যাংকিং-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারালে ভারত উঠে যাবে র্যাংকিং-এর শীর্ষে। কারণ বর্তমানে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের রেটিং ব্যবধান মাত্র ১। তাই ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার পাশাপাশি র্যাংকিং-এর শীর্ষে ওঠারও দারুণ এক সুযোগ রয়েছে। এই চ্যালেঞ্জে ভারত জয়ী হলে, উপকার হবে বাংলাদেশেরই। আইসিসি ওয়ানডে র্যাংকিং: র্যাংকিং দল ম্যাচ রেটিং ১ দক্ষিণ আফ্রিকা ৫০ ১১৯ ২ ভারত ৩৫ ১১৮ ৩ অস্ট্রেলিয়া ৪৭ ১১৭ ৪ ইংল্যান্ড ৪৮ ১১৩ ৫ নিউজিল্যান্ড ৪৬ ১১১ ৬ বাংলাদেশ ৩১ ৯৪ ৭ পাকিস্তান ৪০ ৯৩ ৮ শ্রীলংকা ৪৯ ৯৩ ৯ ওয়েস্ট ইন্ডিজ ৩২ ৭৭ ১০ আফগানিস্তান ৩০ ৫৪ ১১ জিম্বাবুয়ে ৩৬ ৪৬ ১২ আয়ারল্যান্ড ২৫ ৪১



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sDaiNq
June 17, 2017 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top