ঢাকা::
রাঙ্গামাটির লংগদুর নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যা করা হয়েছিল বলে জানাচ্ছে খাগড়াছড়ির পুলিশ।
এই ঘটনার সাথে জড়িত সন্দেহে রমেল চাকমা এবং জুয়েল চাকমা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য এখন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি নদীতে ডুবুরির সাহায্যে অভিযান চলছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া জানান, গত ১লা জুন ছিনতাইয়ের উদ্দেশ্যেই নুরুল ইসলামের মোটরসাইকেলটি ভাড়া করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।
গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে একজন লংগদু এবং অপরজন দীঘিনালার বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ। তারা বলছে, এই ঘটনার সাথে আরো একজন জড়িত রয়েছে, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেয়ায় নুরুল ইসলামকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে পুলিশ জানাচ্ছে।
ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি কয়েকদিন হামলাকারীদের কাছেই ছিল। পরে অবস্থা বেগতিক দেখে সেটি মাইনি নদীতে ফেলে দেয়া হয়।
নৌবাহিনীর একটি ডুবুরী দল মোটরসাইকেল উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে।
নুরুল ইসলামের হত্যাকে কেন্দ্র করে গত ২রা জুলাই বাঙ্গালিদের একটি মিছিল থেকে পাহাড়িদের শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rLRgCK
June 10, 2017 at 04:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন