দার্জিলিং, ১৭ জুনঃ শনিবার মোর্চার পাতলেবাস চলো অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাহাড়। শুক্রবার রাতভর পুলিশও পালটা অভিযান চালিয়েছে মোর্চা নেতাদের বাড়িতে। মোর্চার সহ সম্পাদক তথা মুখপাত্র বিনয় তামাংয়ের বাড়িতে রাতেই তল্লাশি করে পুলিশ। মাঝরাতে দার্জিলিংয়ের বিধায়ক অমর রাইয়ের ছেলে বিক্রমকে গ্রেফতার করা হয় তাঁর বাড়ি থেকে।
শনিবার সকালেই এক প্রেস বিবৃতি দিয়ে বিনয় বলেন, রাত তিনটে নাগাদ আমার বাড়িতে হানা দেয় পুলিশ এবং তৃণমূল কর্মীরা। আমার বাড়ি তছনছ করেছে তারা। স্থানীয় সাংবাদিক বিক্রম রাইকে গ্রেফতার করেছে পুলিশ। যদি সাংবাদিকরাও নিরাপদ না থাকেন তাহলে দার্জিলিংয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? দার্জিলিংয়ে কার্যত জরুরি অবস্থা জারি হয়েছে।
এদিকে পাহাড়ে অশান্তিকে পুলিশ, আধা সেনা ও সেনা দিয়েই মোকাবিলা করার পথে হাঁটছে রাজ্য। শনিবারই পাহাড়ে উঠছেন আরও চার আইপিএস কর্তা—সুনীর যাদব, ওয়াই রাজবংশী, এ কার্ডিয়ান ও ভাবনা গুপ্তা। রাজ্য পুলিশের তিন পদস্থ কর্তা রাহুল পান্ডে, অভিষেক ঘোষ এবং আজহার তৌসিবকেও মুখ্যমন্ত্রী পাহাড়ে পাঠাচ্ছেন মোর্চার আন্দোলন মোকাবিলায়।
পাহাড়ে ধরপাকড় শুরু হতেই মোর্চা শীর্ষ নেতারা প্রায় সবাই গা-ঢাকা দিয়েছেন। শুক্রবার এক গোপন ডেরায় বৈঠকে বসেন তাঁরা। সেখানেই ঠিক হয়, শনিবার পাতলেবাস চলো কর্মসূচির। এদিন কলকাতায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন মোর্চার তিন বিধায়ক। দার্জিলিং নিয়ে রাজ্যপালকে হস্তক্ষেপ করার অনুরোধ জানান তাঁরা।
শুক্রবার সারাদিনই পাহাড়জুড়ে তাণ্ডব চালিয়েছে মোর্চা। মোর্চা সমর্থকদের আগুনে পুড়েছে কালিম্পংয়ে কামি উন্নয়ন পর্ষদের কার্যালয়, পহেলাগাঁও গ্রাম পঞ্চায়েত অফিস, লোধামায় বিদ্যুৎ বণ্টন কোম্পানির কার্যালয়, বিজনবাড়িতে হাসপাতাল সংলগ্ন পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলো ও মিরিকের একটি পঞ্চায়েত অফিস। দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, প্রত্যেকটি ঘটনাতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। কয়েকজনের খোঁজ চলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rBi0r4
June 17, 2017 at 10:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন