নিউ ইয়র্ক, ১৩ জুন- নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে আগামী ২২ জুন ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠেয় জাকির খান হত্যাকান্ডের বিচার দাবী সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান হয়েছে। ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসর সভাপতি সাহেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, মামুনস টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক আবদুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, আব্দুর রব দলা মিয়া, রেহানুজ্জামান, লোকমান হোসেন লুকু, আজিজুর রহমান গেদা মিয়া, টিপু সুলতান, হেলাল আহমদ, নাদির খান, বুরহান উদ্দিন, সামাদ মিয়া জাকের, আবদুল কাদের দিজু, লূৎফুর হোসেন আজাদ, মাহমুদুর রহমান প্রমুখ। মাহফিলে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি মরহুম জাকির খান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদের পিতা মরহুম আলহাজ্ব সফিকুর রহমান, সাবেক সদস্য মো. হেনা, মোবরু খান, হাজী মুজাম্মিল আলী, মোজিন মিয়া এবং সহ সভাপতি শহীদ আলীর মার আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আশরাফ খান। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, নুরুজ্জামান লিপন, শহিদ আলী, আপ্তাব খান মোহন, চৌধুরী মোমিত তানিম, আব্দুল কাইয়ুম, আবদুল মালেক দুলু, ইস্কান্দার আলী, শওকত আলী, জুয়েল আহমেদ, শিপলু প্রমুখ। বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন এ ইফতার আয়োজনে। মাহফিলে জাকির খানের খুনী তাহার মাহরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ২২ জুন বৃহস্পতিবার ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে দিনব্যাপি অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান হয়। উল্লেখ্য, চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার পরবর্তী তারিখ আগামী ২২ জুন। এদিন জাকির খানের খুনী তাহার মাহরানকে ব্রঙ্কস সুপ্রিম কোর্টে হাজির করা হবে বলে জানা গেছে। আর/০৭:১৪/১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2shdVYf
June 13, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top