ওয়াশিংটন, ২৬ জুনঃ জিএসটি ভারতের ছবিটা বদলে দেবে। তাই আসুন, নিশ্চিন্তে বিনিয়োগ করুন। মার্কিন বহুজাতিক সংস্থাগুলির কর্ণধারদের এভাবেই ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উইলার্ড হোটেলে আমেরিকার প্রথম সারির ২০টি বানিজ্যিক সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি। সেখানে অ্যাপল-এর টিম কুক, গুগল-এর সুন্দর পিচাই, সিসকো-র জন চেম্বারসদের মতো ব্যক্তিত্বদের তিনি বলেন, সরকারের নীতিতে গত তিন বছরে দেশের বানিজ্যিক ছবিটা আমূল বদলে গিয়েছে। মধ্যবিত্ত শ্রেণির উঠে আসা, দেশের যুব সমাজের অংশগ্রহণের ফলে বানিজ্যিক ক্ষেত্রের অসামান্য অগ্রগতি হয়েছে।
মোদি মনে করেন, আমেরিকার অর্থনীতি যত শক্তিশালী হবে তার বানিজ্যিক সঙ্গী হিসাবে ভারতও ততটাই লাভবান হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s6ZyHh
June 26, 2017 at 10:58AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন