ম্যানচেস্টার, ০৬ জুন- গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্রিন্ডের কনসার্ট চলছিল। সেই আয়োজন শেষে সবাই বেরিয়ে আসার পথেই আত্মঘাতী বোমা হামলা হয়। প্রাণ হারান ২২ জন। আরিয়ানা সেই দিনের আতঙ্ক ও শোক কাটিয়ে উঠে কদিন আগেই ঘোষণা দেন, একই শহরে আবারও ফিরবেন তিনি। ম্যানচেস্টারে ফিরে সফলভাবে কনসার্ট করে কথা রেখেছেন আরিয়ানা। আমরা ভয় পাই না- এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্যই হাজার হাজার তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষকে নিয়ে গতকাল রোববার মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রিন্ডের বেনিফিট কনসার্টে অংশগ্রহণ করেন। ওয়ান লাভ ম্যানচেস্টার নামের এই কনসার্টের আয়ের সব অর্থ ব্যয় করা হবে ম্যানচেস্টার হামলায় হতাহতদের জন্য। গত শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে ফের সন্ত্রাসী হামলার পরও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বেনিফিট কনসার্টের ৫০ হাজার আসন কানায় কানায় পূর্ণ ছিল। কারণ কনসার্টের টিকিট বিক্রি শুরুর পরবর্তী ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে ১৪০০০ টিকেট বরাদ্দ রাখা হয় ২২ মের কনসার্টে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য। এবারের কনসার্টের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি সজাগ ছিল কর্তৃপক্ষ। পুরো এলাকায় ঘোড়ার পিঠে চড়ে পুলিশ টহল দিয়েছে। আরিয়ানার কনসার্টে পারফর্ম করেছেন জাস্টিন বিবার, কোল্ড প্লে, ইউশার, কেটি পেরি, মাইলি সাইরাস এবং আরও অনেক তারকা। আরিয়ানা, জাস্টিন বিবারসহ আরও অনেকেই স্টেজে হতাহতদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্টের আয়ের সব অর্থ ব্রিটিশ রেড ক্রস এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ফান্ডে হস্তান্তর করা হবে। সূত্র- ওয়াশিংটন পোস্ট আর/১৭:১৪/০৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rZOivD
June 06, 2017 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top