জেরুসালেমে আক্রমণের ঘটনায় পুলিশসহ নিহত ৪

3sজেরুসালেম::জেরুসালেমের পুরোনো এলাকায় ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক আক্রমণের ঘটনায় এক ইসরায়েলি মহিলা পুলিশ নিহত হবার পর পাল্টা গুলিতে তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার নামাজের সময় ওই ঘটনা ঘটে। দুজন ফিলিস্তিনি বন্দুক ও ছুরি নিয়ে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালায়, আর তৃতীয়জন মহিলা পুলিশকে ছুরিকাঘাত করে। পুলিশ পাল্টা গুলি করলে তিন জন আক্রমণকারীই নিহত হয়।

নিহত ফিলিস্তিনি তরুণদের বয়স ১৮/১৯ বলে পুলিশ বলছে, তারা সবাই পশ্চিম তীরের বাসিন্দা।

এ আক্রমণের ঘটনায় আরো তিন জন আহত হয়। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বলছে, এর মধ্যে দু’জন ফিলিস্তিনি, যাদের গায়ে গুলি লেগেছে।

ঘটনাটির সময় পুরোনো জেরুসালেম শহরের আল-আকসা এলাকায় নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলিমের সমাগম হয়েছিল। তা ছাড়া রমজান মাস উপলক্ষে পশ্চিম তীর ও জেরুসালেমের মধ্যে ফিলিস্তিনিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়।

নিহত ইসরায়েলি নারী পুলিশের নাম হাদাস মালকা বলে জানানো হয়েছে।

পুলিশ বলেছে, আক্রমণকারীদের সাথে কোন সন্ত্রাসী গ্রুপের সম্পর্ক আছে বলে জানা যায় নি।

২০১৫ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৪২ জন ইসরায়েলি এ ধরণের আক্রমণে নিহত হয়েছে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rJku23

June 18, 2017 at 03:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top