জলপাইগুড়ি, ১৪ জুনঃ হাতির আক্রমণে মৃত্যুতে ক্ষতিপূরণ না পেয়ে মৃতদেহ নিয়ে সোজা বন দপ্তরের সদর দপ্তরে হাজির হল পরিবার। বুধবার জলপাইগুড়ির অরণ্য ভবনে এমন ঘটনায় হইচই পড়ে যায়।
মৃত মহিলার নাম জয়শ্রী মুন্ডা (৫৮)। তিনি বানারহাটেপ মোগলকাটা চা বাগানের শ্রমিক ছিলেন। মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে পায়ে পিষে দেয়। প্রতিবেশীরা তাঁকে প্রথমে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। জয়শ্রী পরিবার তাঁর দেহ নিয়ে ক্ষতিপূরণের দাবিতে সোজা চলে আসে অরণ্য ভবনে।
ওই বাগানের এক শ্রমিক বলেন, নিয়ম অনুযায়ী, কেউ বন্যপ্রাণীর হামলায় মারা গেলে দেহ সত্কার সহ বিভিন্ন কাজের জন্য বন দপ্তর থেকে প্রথমে এককালীন একটা সাহায্য করা হয়। কিন্তু এক্ষেত্রে একটা টাকাও দেওয়া হয়নি। বন দপ্তরের কেউ একবার হাসপাতালেও আসেননি। তাই আমরা দেহ নিয়েই চলে এসেছি বনাধিকারিককে বিষয়টি জানাতে। জলপাইগুড়ির বন্যপ্রাণ বিভাগের আধিকারিক নিশা গোস্বামীকে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ruTcfm
June 14, 2017 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন