শিলিগুড়ি, ২০ জুন- পাহাড়ে অশান্তির আগুন এখনও জ্বলছে। এরই মধ্যে আশা করা গিয়েছিল, মঙ্গলবারের সর্বদল বৈঠকের পরে কিছুটা হলেও স্বাভাবিকের দিকে যাবে পাহাড়-পরিস্থিতি। হরকাবাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি অবিলম্বে বন্ধ প্রত্যাহারের দাবিতে সরব হলেও সেই দাবি টিকল না। এ দিন মোর্চার ডাকে পাহাড়ে সর্বদল বৈঠক হয়। শৈল শহরের জিমখানা ক্লাবে এই বৈঠক শুরু মোর্চা ছাড়াও ছিল জিএনএলএফ, বিজেপি, গোর্খা রাষ্ট্রীয় নির্মাণ মঞ্চ সহ কয়েকটি দল। সেখানে যা সিদ্ধান্ত হয়েছে, তাতে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপ বাড়ল। ১। পাহাড়ে অনির্দিষ্টকাল বন্ধ চলবে। ২। গোর্খাল্যান্ডের দাবিতে পথে পথে মোর্চার নেতৃত্বে প্রতিবাদ আন্দোলন চলবে। ৩। রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে না মোর্চা। ৪। আসন্ন জিটিএ নির্বাচনে পাহাড়ের কোনও দল অংশ নেবে না। ৫। রাজ্য সরকারের বৈঠক নয়, কেন্দ্রকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবিতে অনড় থাকবে মোর্চা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2toW3c4
June 21, 2017 at 03:00AM
20 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top