ঢাকা, ২৭ জুন- ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগের তালিকায় সর্বশেষ যোগ হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শহীদের নাম। তার স্ত্রী ফারজানা আক্তার অভিযোগে বলেন, ছয় বছরের সংসার জীবনের গত কয়েক বছর তার জীবন দুর্বিষহ করে তুলেছে ক্রিকেটার শহীদ। মাত্র দুই দিন আগেও বাসা থেকে সন্তানসহ তাকে বের করে দেয়া হয়েছে। এরপর তিনি মুন্সীগঞ্জে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। মুন্সীগঞ্জ ফিরে শুক্রবারই মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিতে যান। কিন্তু সেখানে তার অভিযোগ নেয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, ঘটনা যেহেতু নারায়ণগঞ্জের সেখানকার স্থানীয় থানা বা আদালতে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে হবে। ফারজানা জানান, ঈদের ছুটি শেষে তিনি নারায়ণগঞ্জ আদালতে শহীদের বিরুদ্ধে মামলা করবেন। এসব বিষয়ে জানতে ক্রিকেটার শহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকার করেন। আর শহীদের মা ডলি বেগম তার ছেলের দায় অস্বীকার করেছেন। বলেছেন, তার পুত্রবধূ মিথ্যাচার করছেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন শহীদ। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে ছিলেন এই ২৮ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু নভেম্বরে বিপিএলে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে যান তিনি। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন শহীদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা না হলেও, এরপর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকার সম্ভাবনা রয়েছে শহীদের।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sN1eV5
June 28, 2017 at 03:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top