কুখ্যাত মাদক সম্রাট কবির ডাকাতের ছেলে রাব্বি সহ ৬ ডাকাত গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাট কবির ডাকাতের ছেলে রাব্বিসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাত আড়াইটার দিকে নগরীর এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেফতার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ও এস আই চন্দ্র শেখর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল সেট, ছোরা, কাটার মেশিনসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে কয়েস (২০), রাব্বি (১৯), রবিন (২১), লিহাদ (১৯), অপু (১৮) এবং আবু বকর(২২)।
এই ডাকাতরা নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা এবং এরা বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থানে সংঘাতসহ ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত রাব্বি (১৯) টিলাগড়ের কল্যাণপুরের কুখ্যাত হিরোইন সম্রাট ও মাদক ব্যবসায়ী কবির ডাকাতের ছেলে বলে জানিয়েছে একটি সূত্র।এলাকাবাসীর তথ্য দিয়ে জানা যায়,কুখ্যাত মাদক ব্যবসায়ী কবির ডাকাতের ছেলে রাব্বির অত্যাচারে সেখানকার মানুষ সবসময় ভয় ও আতংকের উপর বসবাস করে।তারা দাবী করেন, এক সময় তার পিতার কারণে মানুষ অতিষ্ট ছিলো এখন তার ছেলের কারণে অতিষ্ট, রাব্বি যখন তখন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন পরিবারের উপর নির্যাতন চালায়,এছাড়াও সেখানকার পরিবেশ ও যুবসমাজ ভয়াবহ হুমকির মুখে বলে বিভিন্ন সূত্র থেকে জানায়।তারা জানান ওদের অনেক অন্যায়ের প্রতিবাদের জন্য প্রশাসনের কাছে সাহায্য চাইলে,দেখা যায় প্রশাসন নিরব ভুমিকা পালন করে।এ থেকে বুঝা যায় ওই এলাকার লোকজন সম্পূর্ণ ভাবে নিরাপত্তা হীনতায় ভুগছে।প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর একটাই দাবী,এদেরকে এলাকা থেকে বিচ্ছিন্ন করা হোক।এছাড়া একাদিক সূত্রে জানা যায়,মাদক সম্রাট কবিরের নিজস্ব একটি “সিলেটের সংবাদ”নামে অনলাইন পত্রিকা আছে,এই অনলাইন পত্রিকাদ্বারা সমাজের বিভিন্ন শ্রেণী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের নামে মিথ্যা ও বানুয়াট নিউজ করে থাকে,এবং পরবর্তীতে তাদের কাছে মোটা অংকের টাকা দাবী করে থাকে।
এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sQ3P1E

June 21, 2017 at 01:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top