পাকিস্তান, চিনকে প্রচ্ছন্ন বার্তা ট্রাম্প-মোদির

ওয়াশিংটন, ২৭ জুনঃ হোয়াইট হাউসে মোদি-ট্রাম্পের যৌথ বিবৃতির কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে আমেরিকা হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল। আর যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ভারত মহাসাগরে জাপান-আমেরিকা-ভারত যৌথ নৌ-সেনা মহড়ায় অংশ নেবে। এই বার্তাকে দক্ষিণ চিন সাগরে চিনের দাদাগিরির বিরুদ্ধে প্রচ্ছন্ন বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

ভারতীয় সময় সোমবার মাঝরাতে হোয়াইট হাউসে মোদিকে ওয়ার্কিং ডিনারে আপ্যায়িত করেন ট্রাম্প দম্পতি। সেখানে দুই রাষ্ট্রনেতার একান্তে কথা হয়। তারপর যৌথ প্রেস বিবৃতিতে দুই নেতা বলেন, পৃথিবী থেকে কট্টর ইসলামি মৌলবাদকে শেষ করতে তাঁরা বদ্ধপরিকর। বিশ্বের অর্থনৈতিক প্রগতির ইঞ্জিন হিসাবে দুই দেশ কাজ করবে।

এদিনের বিবৃতিতে আমেরিকা থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে ভারতের প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়টি চূড়ান্ত করার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ইন্ডিয়া আমেরিকাকে ১০০ নতুন বিমান কেনার বরাত দেওয়ায় তাঁকে উৎফুল্ল দেখিয়েছে। ভারতে আগামী আন্তর্জাতিক উদ্যোগপতিদের সম্মেলনে মোদি ট্রাম্প কন্যা ইভাঙ্কাকে আমন্ত্রণ জানানোয় মার্কিন প্রেসিডেন্ট খুশি।

ভারতের প্রধানমন্ত্রী তাঁর বিবৃতিতে স্পষ্টভাবেই বলেন, আমার নিউ ইন্ডিয়া আর মার্কিন প্রেসিডেন্টের মেকিং আমেরিকা গ্রেট এগেইন—এই দুই কর্মসূচি দু-দেশের যোগ আরও নিবিড় করবে। শক্তিশালী, সমৃদ্ধ আমেরিকা ভারতের কাছে যতটা জরুরি, আমেরিকার কাছে বিশ্বের দরবারে ভারতের প্রগতি ও ভূমিকা ততটাই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সহ ইসলামি দেশে সন্ত্রাসবাদ প্রতিরোধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও ভারসাম্য বজায় রাখার ব্যাপারেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহমত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tf1HQM

June 27, 2017 at 10:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top