ঢাকা, ২৮ জুন- চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। বয়স ৮। বাবার কাজ তার দারুণ পছন্দ। নাটক কিংবা চলচ্চিত্র, সবই। আর আয়নাবাজি? চঞ্চল চৌধুরী জানালেন, প্রেক্ষাগৃহে গিয়ে ১৫ বার ছবিটি দেখেছে তার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে দেখেছে টিভিতে। এই ছবির প্রতিটি গান ওর মুখস্থ। এমনকি সংলাপও! কোন দৃশ্যের পর কোন দৃশ্য হবে, সব ও বলে দেয়। হ্যাঁ, ঈদ উপলক্ষে আরটিভিতে দেখানো হয়েছে এ সময়ের অন্যতম ব্যবসা সফল ও দারুণ জনপ্রিয় ছবি আয়নাবাজি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গতকাল বুধবার টিভিতে আয়নাবাজি শুরু হওয়ার আগে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন, আয়নাবাজি চলছে। বললেন, ছবিটি অনেকেই হলে গিয়ে দেখতে পারেনি। আমি চেয়েছি, তারা যেন এই সুযোগে ছবিটি দেখতে পারে। আর টিভিতে ছবি শেষ হওয়ার পর অনেকের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা আর বার্তা পেয়েছি। তা দেখে মনে হলো, যারা এর আগে হলে গিয়ে ছবিটি দেখেছেন, তারাও টিভিতে ছবিটি মিস করেননি। এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো দিক। আজ বুধবার দুপুরে কথা হলো চঞ্চল চৌধুরীর সঙ্গে। জানালেন, ঈদের ছুটিতে অনেকেই দেশের বাইরে বেড়াতে যান। কিন্তু এই সময়ের ফাঁকা ঢাকাকে তিনি দারুণ উপভোগ করেন। স্ত্রী ডা. শান্তা আর ছেলে শুদ্ধকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান। আত্মীয়স্বজন আর বন্ধুদের বাসায় যান। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান অল্প সময়ে। তা আর অন্য সময় সম্ভব নয়। বছরের শুরু থেকে চঞ্চল ব্যস্ত ছিলেন তার নতুন ছবি দেবী নিয়ে। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে তৈরি এই ছবিতে তিনি মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন। গত ১৬ এপ্রিল তিনি এই ছবির শুটিং শেষ করেন। পরদিন থেকেই ব্যস্ত হয়ে পড়েন ঈদের কাজ নিয়ে। চঞ্চল চৌধুরী জানালেন, এবার ঈদে তিনি পাঁচটি ধারাবাহিক আর ১২টি খন্ড নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ছিল নানা ধরনের চরিত্র। দেবীর শুটিংয়ের পর টানা ৬৮​ দিন শুধুই ঈদের কাজ করেছেন। বললেন, কাজ করতে করতে হাঁপিয়ে উঠে​ছি। এই অল্প সময়ে আমাকে নানা ধরনের চরিত্র ধারন করতে হয়েছে। যখন অবসর সময়ে ভাবি, তখন এসব ভেবে নিজেই অবাক হই। জানালেন, ঈদের ছুটি দ্রুত শেষ হচ্ছে। আগামী সপ্তাহেই আবার কাজে ব্যস্ত হতে হবে। নিয়মিত কিছু কাজের পাশাপাশি থাকবে আগামী ঈদের জন্য নাটক, টেলিছবি আর ধারাবাহিক। আর/১০:১৪/২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tliXnm
June 29, 2017 at 04:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top