মুম্বাই, ০৪ জুন- আবারও রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার আদালত। রামায়নের রচয়িতা ঋষি বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এর আগে একই কারণে মার্চ মাসের ৯ তারিখ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন রাখি সাওয়ান্ত। গতবছর এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান থেকে বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী। টিভি চ্যানেলের অনুষ্ঠানে বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকি প্রসঙ্গ। বলেছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনি তার বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু বাল্মীকি নিয়ে রাখির এই মন্তব্য ভালোভাবে নেয়নি বাল্মীকি সম্প্রদায়ের মানুষরা। বাল্মীকির সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতেই রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লুধিয়ানার একটি আদালত। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। তাই এবার বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে রাখি এর আগে জানিয়েছিলেন, তিনি একজন নিরীহ মানুষ, যিনি সমাজকল্যাণমূলক কাজে বিশ্বাস করেন। তার বিরুদ্ধে অহেতুকভাবে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বিচারপতি যদি তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন, তাহলেই তিনি লুধিয়ানা যাবেন বলেও মন্তব্য করেন রাখি। ওই ঘটনার কিছুদিন পর আবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলো রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। সূত্রঃ ডেকান ক্রনিকলস আর/১২:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sBzJL0
June 04, 2017 at 06:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top