‘ব্রিফকেইসের জন্যই মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে খুন’

aঢাকা::রাজধানীর যাত্রাবাড়ীতে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ওয়ারী বিভাগের পুলিশের উপ কমিশনার ফরিদ উদ্দিন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল ইসলাম মোমেন, পরশ ওরফে পলাশ, মো. রানা ব্যাপারী, মাসুদুর রহমান ওরফে শান্ত এবং ফরহাদুল ইসলাম সিহাব।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার ব্রিফকেসইটি নেওয়ার জন্যই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, গত ১ জুন ভোর সোয়া চারটার সময় নিহত জাহাঙ্গীর আলম ব্রিফকেস নিয়ে তার বর্তমান ঠিকানা বাসা থেকে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে একটি রিকশাযোগে রওনা হন। রিকশাটি ভোর সাড়ে চারটার সময় ধলপুরের নতুন রাস্তার মাইওয়ান শোরুমের দক্ষিণ পাশে ভাই ভাই স্টোরের সামনে পৌছালে ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার বলেন, পরে এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন গতকাল মঙ্গলবার ডেমরা জোনের পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার বরপা গ্রামে অভিযান চালিয়ে বিকাল সাড়ে চারটার সময়ে রানা ব্যাপারী এবং পরশ ওরফে পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি মাসুদুর রহমান ওরফে শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আজ বুধবার ভোর সাড়ে ছয়টার সময়ে যাত্রাবাড়ী থানার বিবিরবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদুল ইসলাম ওরফে সিহাব এবং ফয়সাল ইসলাম মোমেনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখার আহমেদ, ডেমরা জোনের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম এবং যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমানসহ প্রমুখ



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rZV2bY

June 14, 2017 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top