প্রয়াত সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরি

কলকাতা, ২৯ জুনঃ প্রয়াত সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরি। কিংবদন্তি সঙ্গীতকার সলিল চৌধুরির স্ত্রী সবিতা চৌধুরি  বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তিনি।   চেয়েছিলেন শেষ সময়ে কলকাতায় মেয়ে অন্তরার কাছে থাকতে। সেইমতো গতমাসে কলকাতায় ফিরিয়ে আনা হয় তাঁকে। সেখানেই বুধবার রাত ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবিতা দেবী

বহু সিনেমায় একাধিক কালজয়ী গান গেয়েছিলেন সবিতা চৌধুরি। স্বামী সলিল চৌধুরির অনুরোধেই প্রথম অ্যালবামে গান ‘মরি হায় গো হায়’।  গান গেয়েছেন ছোটোদের জন্যও।  তাঁর গাওয়া গানের অন্যতম ‘প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে’ ,‘ওরে মন গুনগুন’,‘বিশ্বপিতা তুমি’ প্রভৃতি। সবিতা চৌধুরির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীতমহল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t3jGaB

June 29, 2017 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top