রায়গঞ্জ, ১৫ জুনঃ হেলমেট না পরার অভিযোগে জরিমানার দাবি করাকে কেন্দ্র করে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ওসি জালালুদ্দিন আহমেদের সঙ্গে প্রকাশ্যে হাতাহাতি হল রায়গঞ্জের আবগারি দপ্তরের ওসি অংশুমান চক্রবর্তীর। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়। অভিযোগ, আবগারি দপ্তরের আধিকারিক জরিমানা দিতে না চাইলে তাকে কলার ধরে টেনে মারধর করেন ট্রাফিক ওসি। এদিকে, আবগারির আধিকারিকের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেন ওসি। আবগারির আধিকারিকের মাথায় হেলমেট না থাকায় দুপক্ষে হাতাহাতি শুরু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
ট্রাফিক পুলিশের অন্য অফিসারের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্রাফিক ওসিওর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করা হয়। ঘটনায় শিলিগুড়ি মোড়ে যানজট তৈরি হয়। এপ্রসঙ্গে পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ssWF2x
June 15, 2017 at 09:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন