নিজস্ব প্রতিবেদক: সিলেটে অস্ত্র আইনে দু’জনের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার এমদাদুল হক খোকন (২৮) ও রানা আহমদ শিপলু (২৫)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ২১ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পাঠানটুলার মজুমদার কটেজে গোপন বৈঠকে মিলিত হন আসামিরা। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় শিপলুর দেয়া তথ্যের ভিত্তিতে তার বিছানার নিচ থেকে চার রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ওইদিন তাদের বিরুদ্ধে জালালাবাদ থানার এএএসআই প্রদীপ সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ ডিসেম্বর মামলার চার্জ গঠন করা হয়। ২০১৫ সালের ২২ মার্চ বিচার কাজ শুরু হয়। ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালতের বিচারক আসামিদের অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতে আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ ও রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মফুর আলী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rSewRh
June 22, 2017 at 12:08AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন