শিলিগুড়ি, ১১ জুনঃ উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন। তাও আবার সরকারি দফতরে। ঘটনাস্থল শিলিগুড়ির মহকুমা শাসকের দফতর। দেখা মাত্রই শোরগোল পড়ে যায় গোটা শহরে। ঘটনাটি নজরে আসা মাত্রই মহকুমাশাসকের নির্দেশে তড়িঘড়ি সেই জাতীয় পতাকা নামিয়ে সোজা করে ফের উত্তোলন করা হয়।
জানা গিয়েছে, রবিবার সকালে বিবেকানন্দ ভবনে মহকুমাশাসকের দফতরে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটি উল্টো করে উত্তোলন করা ছিল। কেউ আমল না দিলেও বিষয়টি নজরে আসে পথচলতি এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে ছবি তুলে নেন। মূহুর্তের মধ্য তা হোয়াটসঅ্যাপে ভাইরাল।
এবিষয়ে মহকুমাশাসক পানিক্কর হরিশঙ্কর বলেন, ‘ধন্যবাদ। বিষয়টি জানা মাত্রই জাতীয় পতাকা সোজা করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিল্ডিংয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী আমাদের দফতরের নয়। তিনি সিকিওরিটি এজেন্সির কর্মী। তবে ভুল শুধরে নেওয়ার নির্দেশ দেওযা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rYYa6h
June 11, 2017 at 01:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন