ক্যালিফোর্নিয়া, ১৩ জুন- ক্যালিফোর্নিয়ায় মোস্তাফিজুর রহমান নামের বাংলাদেশি এক ট্যাক্সিচালক খুন হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা যায়। সোমবার ভোর পাঁচটায় ওই ট্যাক্সিচালকের লাশ তাঁর বাসার সামনে ড্রাইভওয়েতে পড়ে থাকতে দেখা যায়। তবে কীভাবে তিনি খুন হলেন তা জানা যায়নি। মোস্তাফিজুর রহমান ক্যালিফোর্নিয়ায় এসে নিজেই ট্যাক্সি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেও ট্যাক্সি চালাতেন। রাতের শিফটে কাজ করে প্রতিদিন ভোর চারটার দিকে তিনি ঘরে ফিরতেন। ব্রেক্সফিড এলাকায় পরিবারপরিজন নিয়ে থাকা মোস্তাফিজুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। সোমবার নির্ধারিত সময়ে তিনি ঘরে ফিরে না আসায় তাঁর স্ত্রী ঘরের বাইরে এসে দেখেন মোস্তাফিজুর রহমানের গাড়ি পার্ক করা এবং তাঁর লাশ ড্রাইভওয়েতে পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মোস্তাফিজুর রহমানের বুকে আটটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। বুকের ভেতর পিস্তল ঠেকিয়ে রাখার কারণে কোনো শব্দ পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান যে দিন খুন হন সেদিনই তিনি তাঁর বাসায় বাংলাদেশি কমিউনিটির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত চেয়ে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sxNHkX
June 14, 2017 at 06:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top