রিয়াল মাদ্রিদের সাথে গেল নভেম্বর মাসেই নতুন চুক্তি সই করেছিলেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্দো। সেই চুক্তির পর তিনিই হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে বেতনের খেলোয়াড়। কিন্তু কয়েকদিন আগে তার বিরুদ্ধে কর ফাঁকি দেবার অভিযোগ ওঠার পরই তিনি বলছেন, তিনি আর স্পেনে থাকতে চান না। রোনাল্দোর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, তিনি মাদ্রিদ ছাড়তে চান, কারণ তিনি মানসিকভাবে বিপর্যস্ত। রোনাল্দোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮ কোটি পাউন্ডে কিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ ।এই দলের হয়ে ৩৯৪টি ম্যাচ খেলে তিনি ৪০৬টি গোল করেছেন। এই সেদিনই তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুটি গোল করে রিয়ালকে দ্বাদশ বারের মতো এই ট্রফি জিতিয়েছেন। তিনি সত্যিই কি অন্য কোথাও চলে যেতে চান? রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট রামোন ক্যালডেরন বলেছেন, হয়তো তার মন খারাপ তাই একথা বলেছেন। আমি আশা করি তিনি থাকবেন। যদি তিনি মনস্থির করে ফেলেন, তাহলে তা পরিবর্তন করা কঠিন হবে। রোনাল্দো খুবই শক্ত মনের মানুষ এবং তিনি কি চান তা তিনি স্পষ্ট করেই বলেন ক্যালডেরন বলেন। তবে তিনি হয়তো চীন অথবা মধ্যপ্রাচ্যের মতো কোথাও যাবেন না। আমার মনে হয় তিনি অন্য কোন বড় ক্লাবে গিয়ে আরো শিরোপা ও পুরস্কার জিতবেন তিনি বলেন। সাংবাদিকরা বলছেন, রোনাল্দো এর আগেও দল ছেড়ে দেবার কথা বলে ক্লাবের উপর চাপ প্রয়োগ করেছেন। ফুটবল সাংবাদিক পিট জেনসেন বলছেন, এমনও হতে পারে যে রোনাল্দো চলে যেতে চাইলে রিয়াল মাদ্রিদ হয়তো বাধা দিবে না। তার পরিবর্তে তারা হয়তো মোনাকোর কাইলিয়ান এমবাপ্পেকে কিনে নিবে। হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জারমেইন, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, বায়ার্ন মিউনিখ বা জুভেন্টাস-এর মতো ধনী ক্লাবগুলো রোনাল্দোকে কিনে নিতে চাইবে। বিশ্লেষকরা অনুমান করছেন তবে এর জন্য রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই ১০ থেকে ১২ কোটি পাউন্ড দাম হাঁকবে। আর/১৭:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sDghkq
June 18, 2017 at 11:03PM
18 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top