ঢাকা, ২২ জুন- চলতি বছরের নভেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। বিপিএলকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহনকারি দলগুলো। যার অংশ হিসেবে এবালের আসরে অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ক্রিস লিনকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটান্স। এই অজির প্রথম বিপিএল মৌসুম হবে এবার। এ ব্যাপারটি নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন টাইটান্স। একটি পোস্টে লিখেছে, ক্রিস্টোফার অস্টিন লিন এখন একজন টাইটান। খুলনা টাইটান্স খুশি হয়ে ঘোষণা করছে যে অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস লিন বিপিএল ২০১৭ তে দলের সাথে যোগ দিবে। কতটুকু উদ্দীপ্ত টাইটান্স ভক্তরা? কিছুদিন আগেই নিজের স্বীকৃত টুইটার অ্যাকাউন্টে খুলনা দলের নাম যোগ করেন লিন। যারা দেখেছিলেন, তারা আন্দাজ করে ফেলেছিলেন যে এবার বাংলাদেশী ভক্তদের মাতাতে আসছেন এই বিগ হিটার। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক দারুণ মৌসুম পার করেছেন। ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ২৯৫ রান। ভারতে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ঘরের মাঠে ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগের ২০১৬-১৭ মৌসুমেও দারুণ সময় কাটে তাঁর। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে এপর্যন্ত একটি ওয়ানডে ও পাঁচটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন লিন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে সেভাবে দেখাতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও এক ম্যাচেও মাঠে নামেননি তিনি। ধুমধাড়াক্কার টি২০ ক্রিকেটে এক জনপ্রিয় নাম ক্রিস লিন। কলকাতার আগে আইপিএলে ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দরাবাদ দলেও ছিলেন তিনি। ৯২ টি টি২০ ম্যাচে ৮৭ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে ২৬৪৯ রান করেছেন এই ব্যাটসম্যান। স্ট্রাইক রেট দেখার মতো, ১৪৭.৯৮! এ আর/১৫:৫৫/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rFOMmU
June 22, 2017 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top