শীর্ষে বাংলা, রাষ্ট্রসংঘে স্বীকৃতি ‘কন্যাশ্রী’র

দ্য হেগ, ২৩ জুনঃ বিশ্বের দরবারে জয়ধ্বজা উড়ল ভারতের। আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প। রাষ্ট্রসংঘে ৫৫২টি জনপরিসেবা প্রকল্পের মধ্যে প্রথম স্থানে রয়েছে কন্যাশ্রী প্রকল্প। ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্প ছিল দৌড়ে। সকলকে পিছনে ফেলে দিয়ে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ফোরামের মঞ্চে শিরোপা উঠল বাংলার মাথায়। এই ‘কন্যাশ্রী’ প্রকল্প যার মস্তিষ্কপ্রসূত, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই শুক্রবার কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রসংঘের কর্তাব্যক্তিরা।

আজ থেকে বছর চারেক আগে পথ চলা শুরু কন্যাশ্রী প্রকল্পের। রাজ্যের কন্যাসন্তানদের অধিকার রক্ষাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বাল্যবিবাহ রোখা, স্কুলে ড্রপ-আউট আটকানো, নারীশিক্ষার অধিকার ইত্যাদি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য কন্যাশ্রীর। এই মুহূর্তে কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৪০ লক্ষেরও বেশি ছাত্রী। রাষ্ট্রসংঘের এই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের যোগ্যতম দাবিদার হিসেবে তুল্যমূল্য বিচারের সময় জোর দেওয়া হয় তিনটি বিষয়ের উপর। প্রান্তিক মানুষের উন্নয়ন, সার্বিক উন্নয়ন ও উন্নয়নের স্বচ্ছতা। তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য নম্বর পেয়েছে কন্যাশ্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s49rkd

June 23, 2017 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top