কলকাতা, ২৩ জুন- অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৩ জন ধরা পরে যায়। তাদের ধরে এলাকার একটি গাছে বেঁধে শুরু হয় গনপিটুনি। গরুচোর সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ১৫ জনের একটি দল চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ঢোকে। এই খবর পেতেই গ্রামবাসীরা একত্র হয়ে তিনজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। গরুচোর সন্দেহে তিনজনের উপরই চলে বেধড়ক গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত ওই তিনজনের নাম মহম্মদ সমিরুদ্দিন (২৮)বাড়ি কান্দারপার, নসিরুল হক (৩০)বাড়ি কুটিপাড়া ও মহম্মদ নাসির (৩২) বাড়ি রামগঞ্জের ঢোলুগজে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইকও উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোয় হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত কয়েকমাস ধরেই ওই এলাকায় প্রতিরাতে গরু চুরি হচ্ছিল। সমস্যার সমাধানের জন্য এলাকার যুবকরা প্রতি রাতে পাহারা দেওয়া শুরু করে। তাঁদের অভিযোগ রাত ৩ টে নাগাদ গরু চুরির উদ্দ্যেশ্যে ওই দলটি গ্রামে ধুকতেই পাহারা দেওয়া টিম তাদের ঘিরে ফেলে। টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৩ জন ধরা পরে যায়। তাদের ধরে এলাকার একটি গাছে বেঁধে শুরু হয় গনপিটুনি। গোটা ঘটনায় এলাকায় চরম উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আর/১০:১৪/২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rLaUfE
June 24, 2017 at 05:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top