দার্জিলিং ব্যুরো, ২৬ জুনঃ কালিম্পংয়ের আলগাড়ায় পইয়ং বস্তিতে খাস উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাজেন ভেটিওয়ালের বাড়িতে অগ্নিসংযোগ করল মোর্চা সমর্থকরা। সসময় বাড়িতে ছিলেন রাজেনবাবুর স্ত্রী সহ দুই সন্তান। আগুন দেখে স্থানীয়রাই বাড়িতে পৌঁছে তিনজনকেই বের করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। খবর পেয়ে কালিম্পংয়ের দুটি দমকল ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় মোতায়েন কালিম্পং থানার বিশাল পুলিশ বাহিনী। এব্যাপারে শিলিগুড়ি থাকা রাজেশবাবু বলেন, ‘গ্রামবাসীদের তাড়া খেলে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। আমার পরিবারকে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, দলে যোগ দেওয়ার জন্য গোর্খা জনমুক্তি মোর্চা বেশ কয়েকদিন ধরেই পাহাড়ের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান সহ অন্যদের ওপর চাপ সৃষ্টি করছিল। ভয়ে পাহাড়ে উঠতে পারছেন না বোর্ডের কর্তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sehGtM
June 26, 2017 at 10:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন