ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস ভাংঙ্গচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস ভাংঙ্গচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস কে প্রধান করে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কলেজটির অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ্র।

তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে তার রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

কলেজটির অধ্যক্ষ বলেন, হোস্টেলের সবকটি ব্লকের দরজা-জানালা ভাংঙ্গচুর করা হয়েছে।তিনি আরো বলেন, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সকল ছাত্রদের তাদের নিজ নিজ হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

পরবর্তীতে হলে ছাত্র তোলা হলে সকল ছাত্রদেরকে আবাসিক কার্ড দেয়া হবে, আবাসিক কার্ড ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেয়া হবেনা বলেও জানান তিনি।

এর আগে ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজে ছাত্রশিবিরের সাথে সংঘর্ষের জের ধরে হলের একটি ব্লক পুড়িয়ে দেয় ছাত্রলীগ, হল পুড়ানোর সাথে জড়িতরাই আজকের এ ভাংঙ্গচুরের ঘটনা ঘটিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কলেজটির অধ্যক্ষ বলেন, আগের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে যদি তাদের শাস্তির আওতায় আনা হতো তাহলে আজকের এ ঘটনা ঘটতো না।

তিনি এ ব্যাপারে আরো বলেন, পূর্বে হল পুড়ানোর ঘটনার তদন্ত এখনো চলছে। খুব শীঘ্রই অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tQLq2y

July 13, 2017 at 10:29PM
13 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top