২০ জুলাই, রায়গঞ্জঃ চিকিত্সকের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ জুলাই উত্তপ্ত হয়েছিল রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্ত্বর। সিজারের আগেই অ্যানাসথেশিয়া দেওয়ার পরই মৃত্যু হয় রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা যমুনা মল্লিক(৩০) নামে ওই প্রসূতির। অভিযোগ ওঠে চিকিৎসার গাফিলতির।
এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করল রায়গঞ্জ জেলা হাসপাতাল। আজ থেকেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। উত্তর দিনাজপুর ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ এর জেলা আধিকারিক পবিত্র সরকারের নেতৃত্বে তিন চিকিত্সকের একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। এই কমিটি আজ রায়গঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত অ্যানাসথেশিস্ট অরিজিৎ জানাকে দফায় দফায় জেরা করে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, সিজার করার আগে শুধুমাত্র অজ্ঞান করার পর উত্তরবঙ্গে কোনও গর্ভবতীর এভাবে মৃত্যু ঘটেনি। ফলে এই ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত কমিটির সদস্যরা পুঙ্খানুপুঙ্খ ভাবে এই মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক প্রকাশ মৃধা বলেন, সিজারের আগে অ্যানাস্থেশিয়ায় গর্ভবতীর মৃত্যু বিরল ঘটনা, তাই তিন জনের তদন্ত কমিটিতে রাখা হয়নি রায়গঞ্জের কোনও চিকিৎসককে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের তদন্ত কমিটিতে নিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেন, রিপোর্ট রাজ্য স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। অভিযুক্ত অ্যানাস্থাসথেসিস্টের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ucJNMG
July 20, 2017 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন