বুয়েনোস আইরেস, ০৩ জুলাই- তিনি মাঠের লোক, রাজনীতির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। তবে রাজনীতির প্রতি তাঁর কিছুটা আগ্রহ আছে, তা বোঝা গেছে বহুবার। সম্প্রতি রাজনীতি কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন কার্টুন চরিত্র বলেছেন আর্জেন্টিনার এই সাবেক তারকা ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ম্যারাডোনার এই বক্তব্য চমকজাগানিয়া হলেও সত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচার-আচরণও তাঁর কাছে নাকি বিরক্তিকর। কনফেডারেশনস কাপ দেখতে ম্যারাডোনা এখন রাশিয়ায়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ম্যারাডোনা বলেন, যদি রাজনীতির কথা বলি, আমার কাছে ট্রাম্প একজন কার্টুন চরিত্র। যখন আমি তাঁকে টিভিতে দেখি, প্রত্যেকবার চ্যানেল বদলে দেই। ম্যারাডোনা বলেন, যুদ্ধ কোনো ভালো কিছু নয়। রাশিয়া, চীন অথবা উত্তর কোরিয়ার কথা কারো ভুলে যাওয়া কথা নয়। যুক্তরাষ্ট্র কোনো মোড়ল দেশ নয়। তাদের কাছে যে অস্ত্র আছে তা আমরাও দেখাতে পারবো। আপনি যখন ট্রাম্পের মতো কোনো কার্টুন চরিত্র দেখবেন তখন আপনি বুঝবেন যেন সবাই তার শত্রু। আর পুতিন সম্পর্কে ম্যারাডোনা বলেন, পুতিন হলেন এমন এক ব্যক্তি যিনি বিশ্বের অনেকের মধ্যে অন্যতম। হুগো শাভেজ ও ফিদেল ক্যাস্ট্রোর পর পুতিন ও ড্যানিয়েল ওরতেগা শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে পড়েন। এক কথায় পুতিন অসাধারণ এক ব্যক্তিত্ব। ম্যারাডোনা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আমেরিকার অনেক নামিদামি রাজনীতিবিদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ugqbXw
July 03, 2017 at 07:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন