বাঁকুড়া, ১৮ জুলাই - মিড ডে মিল বন্ধ থাকার অভিযোগে বাঁকুড়ারতালডাংরাব্লকেরলদ্দাপ্রাথমিকবিদ্যালয়ে বিক্ষোভ দেখাল অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ৷ পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষের বদলির দাবীতে সোচ্চার হন তারা৷ ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে লদ্দা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ রয়েছে৷ বেশ কয়েক বার প্রধান শিক্ষককে মিড ডে মিল চালুর অনুরোধ জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি। খবর পেয়ে মঙ্গলবার তালডাংরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক প্রতিনিধি দলকে স্কুলে পাঠানো হয়৷ তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মিড ডে মিল চালু, প্রধান শিক্ষকের দ্রুত বদলীর দাবিতে সরবহন তারা। অভিভাবক শেখ তাহেরবক্স, রেজাউল মল্লিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ মিড ডে মিল বন্ধ রেখেছেন।স্কুলে দীর্ঘদিন কোন পরিচালন কমিটিনা থাকার সুযোগ নিয়ে নিজেরই মতো কাজ করছেন।স্কুল ক্যাম্পাসে থাকা একটি গাছ কারো সঙ্গে আলোচনা না করে তিনি বিক্রি করে দিয়েছেন৷ এবিষয়ে প্রধানশিক্ষক সঞ্জয় ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্লক প্রশাসনও অবর বিদ্যালয় পরিদর্শককে মিড ডে মিল বন্ধ রাখার কথা লিখিত ভাবে জানানো হয়েছে। অন্যদিকে, স্কুলের গাছ বিক্রির টাকা স্কুলের উন্নয়নে লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে তালডাংরার অবর বিদ্যালয়ের পরিদর্শক বাসুদেব মণ্ডল বলেন, লদ্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিড ডে মিল বন্ধ রাখা বিষয়ে কোন কিছু লিখিত ভাবে জানাননি। অভিযোগ পেয়ে স্কুলে তদন্তে গিয়েছিলাম। প্রধান শিক্ষকে রবদলির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো। কেএনপি/২০:৫২/১৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uyY20C
July 19, 2017 at 03:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন