ইসলামাবাদ, ২০ জুলাই- পাকিস্তান দেশটি নাকি জন্মগতভাবেই নতুন ক্রিকেটার তৈরিতে প্রস্তুত। তাই কোন ক্রিকেটার চলে গেলে সেখানে দ্রুত অন্যজনকে বসানো কোন ব্যাপার না পিসিবির কাছে। তাই চলতি বিশ্বকাপে খারাপ খেলার কারণে পাক নারী দলের সুন্দরী অধিনায়ক সানা মিরের উপর। একটা সিরিজ বা একটা টুর্নামেন্টে দল খারাপ করলে সেই ঝড় ক্যাপ্টেন আর কোচের ওপর দিয়ে যায়- এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য চরম সত্য। ভারত কিংবা বাংলাদেশ এ জায়গাটিতে অনেকটা উন্নতি করলেও পাকিস্তানের ক্রিকেট মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তাই নারী বিশ্বকাপে ব্যর্থতার দরুণ এবার হয়তো সরে যেতে হচ্ছে পাক অধিনায়ক সানা মিরকে। বিশ্বকাপের আসর থেকে বিদায় নেওয়া পাকিস্তান নারী দল ইংল্যান্ড থেকে গত সোমবার দেশে ফিরেছে। শ্রীলঙ্কার কাছে ১৫ রানের পরাজয়ে দলটির বিশ্বকাপ মিশন শেষ হয়। গুঞ্জন উঠেছে সানা মিরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার মিসবাহ মারুফ। সানা মিরের পর বিসমাহ মারুফ নারী দলের দ্বিতীয় অভিজ্ঞ তারকা এবং নির্ভরযোগ্য ক্রিকেটার। তিনি এই বিশ্বকাপে হাতের ইনজুরির কারণে খেলতে পারেননি। তার জায়গায় দলে সুযোগ পান আরেক অলরাউন্ডার ইরাম জাভেদ। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দলীয় পারফরমেন্সের সাথে সানা মিরের ব্যক্তিগত পারফরমেন্সও ভালো ছিল না। চলতি বিশ্বকাপে টানা ৭ ম্যাচ হেরেছে সানা মিরের দল। এছাড়া তার অধিনায়কত্বেও নাকি ত্রুটি খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া পাকিস্তান নারী দলের কোচ সাবিহা আজহারকেও বাদ দেওয়ার চিন্তা করছে পিসিবি। অন্তর্বর্তীকালীন এই কোচের চাকরি দীর্ঘায়িত না করে নতুন কাউকে খোঁজা হচ্ছে। পিসিবির একটি সূত্রের উল্লেখ করে দ্য ডন জানিয়েছে, দলকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন সানা মির। তার নিজের পারফরমেন্সও সন্তোষজনক নয়। পরের সপ্তাহেই তার ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে দল থেকেই বাদ পড়তে পারেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vmhQC2
July 20, 2017 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top