নাচোলে পেয়ারা বাগান থেকে এক শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগান থেকে ভ্যানচালক সানোয়ারের (১৩) মৃতদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ । সে নাচোল উপজেলার খলসী গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
জানা গেছে, ফুরশেদপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সানোয়ার ফুরশেদপুরে নানার বাড়িতেই থাকত। সে লেখাপড়ার পাশাপাশি মামার অটোভ্যান চালাত। ঘটনার দিনও সে অটোভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাতে অটোভ্যান নিয়ে বাড়ি না ফেরায় তার নানা-মামারা খোঁজখবর নেয়। পরদিন সকালে নাচোল-খলসি সড়কের পায়তালি নামক স্থানে একটি পেয়ারা বাগানের ডোবায় স্থানীয় কৃষকরা একটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সানোয়ারের লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, শিশু সানোয়ারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2v7NLJW

July 26, 2017 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top