ইসলামাবাদ, ১৭ জুলাই- ফিক্সিং কেলেঙ্কারি পাকিস্তান ক্রিকেটে নতুন নয়। দলের অনেক ক্রিকেটারই জড়িয়েছেন এই কাজে। ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, সালমান বাট , মোহাম্মদ আসিফ সহ আরো অনেক ক্রিকেটার। তবে নতুন করে ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানের আরো দুই ক্রিকেটারের উপর অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ে কেলেঙ্কারিতে নাম উঠেছে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের। তবে এই তদন্ত চালিয়ে যেতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে ফিক্সিং কেলেঙ্কারিতে চার্জ-শিট করা হয়েছে খালিদ লতিফ ও ওপেনার শারজিল খানের উপর। এই দুইজন বাদেও নাম উঠে এসেছে আরো দুইজন ক্রিকেটারের। পাকিস্তানের দৈনিক জাং পত্রিকার তথ্য অনুযায়ী ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ব্যাটসম্যান উমর আকমাল ও মোহাম্মদ সামির উপর। তবে এই দুইজন ক্রিকেটারের উপর এখনো চার্জ-শিট গঠন করা হয়নি। এক সুত্র জানিয়েছে, উমর আকমাল ও সামির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এনসিএ অফিশিয়ালরা জানায় জুয়াড়ি মোহাম্মদ ইউসুফের মুখে তাঁদের দুই জনের নাম বেশ কয়েকবার শুনা গিয়েছে। আর/১০:১৪/১৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tjDkSK
July 18, 2017 at 05:29AM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top