আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আবদুল মতিন খসরু

কুমিল্লার বার্তা ডেস্ক ● আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরুকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। আর আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিমকে।

শুক্রবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আবদুল মতিন খসরু টানা ছয় বছর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে আইনমন্ত্রীও হয়েছিলেন। কুমিল্লা-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খসরু।

আর শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদেও ছিলেন। বর্তমানে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য।

পেশাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মামলার আইনজীবী ছিলেন তিনি। ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়ে আস্থা অর্জন করেছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত অক্টোবর মাসে দলের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের মনোনীত করেছেন।

আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনো সভাপতিমণ্ডলীর তিনটি ও কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

The post আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আবদুল মতিন খসরু appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uKAUvW

July 22, 2017 at 11:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top